নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, সরবারহ নিশ্চিত ও ক্রেতা-বিক্রেতাদের সচেতনতা বাড়াতে রাজধানীর বিভিন্ন বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
Advertisement
বুধবার (৮ এপ্রিল) দুটি টিমে বিভক্ত হয়ে রাজধানীর মোট ১৩টি বাজারে এ অভিযান চালানো হয়।
বাজারগুলো হলো- গোদারাঘাট বাজার, গুলশান- ২, ভাটারা নতুন বাজার, শাহজাদপুর বাজার, উত্তর বাড্ডা বাজার, মধ্যে বাড্ডা বাজার, হাতিরপুল বাজার, পলাশী বাজার, চকবাজার, মৌলভীবাজার, সোয়ারি ঘাট, বাবুবাজার, কাপ্তান বাজার, ইসলামবাগ বাজার। এছাড়া মহানগরীর চারটি স্থানে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় (ট্রাকসেল) ও একটি খাদ্য অধিদফতরের পণ্য বিক্রি (ট্রাকসেল) তদারকি করা হয়।
এ সময় নিত্য প্রয়োজনীয় মোড়কবিহীন পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা ও ধার্য্যকৃতের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
Advertisement
অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা নিজে বাজার তদারকি কার্যক্রমে অংশ নেন। তিনি ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে নির্দেশনা দেন।
ভোক্তাদের সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করতে আহ্বান জানান তিনি।
এদিকে রাজধানীর বাজারগুলোতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস এবং সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল, তাহমিনা বেগম, রোজিনা সুলতানা এবং জান্নাতুল ফেরদৌস।
অভিযান চলাকালে হ্যান্ডমাইকে চাল, ডাল, রসুন, আদা, পেঁয়াজ, মরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন এবং প্রদর্শনকৃত তালিকার চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি না করা, করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা করা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের বলা হয়।
Advertisement
এছাড়া ক্রেতা- বিক্রেতার স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় মাস্কস, হ্যান্ডগ্লাভস ও হাত ধোয়ার পরামর্শ দিয়ে অযথা বাহিরে ঘোরাফেরা না করার করতে অনুরোধ জানানো হয়।
এসআই/এএইচ/এমকেএইচ