জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে এক তরুণীসহ তিনজন ভর্তি হয়েছেন।
Advertisement
ইতোমধ্যে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। করোনা আক্রান্ত সন্দেহে বুধবার (০৮ এপ্রিল) দুপুরে তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে চিকিৎসার জন্য তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক করোনা আক্রান্ত সন্দেহে তাদেরকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন।
এদিকে আক্রান্তদের নিয়ে হাসপাতালে আসা স্বজন, চিকিৎসাসেবা দিতে গিয়ে সংস্পর্শে আসা চিকিৎসক-নার্সদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
Advertisement
চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুজাউদ্দৌলা রুবেল বলেন, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসা তিনজনকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৮ বছরের এক তরুণী, ২৮ বছরের এক যুবক ও ৪৬ বছরের এক ব্যক্তি রয়েছেন। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এদের সংস্পর্শে আসাা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছি।
ইকরাম চৌধুরী/এএম/এমকেএইচ