জাতীয়

করোনা : শিল্প যন্ত্রপাতি ও খামারি পণ্য খালাস করা যাবে

সাধারণ ছুটিকালীন (১৪ এপ্রিল পর্যন্ত) আমদানি-রফতানি স্বাভাবিক রাখতে সীমিত আকারে কাস্টমস হাউসগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সময়ে দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য ও জরুরি চিকিৎসা সামগ্রীর পাশাপাশি শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ এবং পোলট্রি, ডেইরি ও মৎস্য শিল্পের খাদ্য ও উপকরণ খালাসের সুবিধা দেয়া হয়েছে।

Advertisement

এনবিআরের কাস্টমস নীতির দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) মো. মেহরাজ-উল-আলম সম্রাট স্বাক্ষরিত এক অফিস আদেশ এসব তথ্য জানানো হয়েছে। বুধবার প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ছুটিকালীন আমদানিকৃত নিত্য প্রয়োজনীয় পণ্য, জরুরি চিকিৎসা ও অন্যান্য সেবা সামগ্রী, শিল্পের কাঁচামাল, সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত পণ্য, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, পোলট্রি,ডেইরি ও মৎস্য শিল্পের খাদ্য ও উপকরণ এবং কূটনৈতিক সুবিধায় আমদানিকৃত পণ্য খালাস রফতানিসহ ইপিজেডের সব কার্যক্রম সচল রাখার উদ্দেশে দেশের সব কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশনে প্রয়োজনীয় দাফতরিক কার্যক্রম চালু থাকবে।

এর মাধ্যমে সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন দিয়ে পণ্য খালাসের তালিকা আরও বড় হলো। এর আগে গত ৩০ মার্চ এনবিআর থেকে বিশেষ আদেশে সব কাস্টম হাউজ-কাস্টমস স্টেশন সীমিত আকারে দাফতরিক কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা প্রদান করে।

Advertisement

এসআই/এমএফ/পিআর