জাতীয়

ইনসাফ বারাকাহ হাসপাতালে টেলিমেডিসিন সেবা ও ফ্লু কর্নার

রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ হাসপাতালে জ্বর-সর্দি-কাশি রোগীদের চিকিৎসায় টেলিমেডিসিন সেবা দেয়া হচ্ছে। এ সংক্রান্ত রোগের চিকিৎসার জন্য রোগীদেরকে ০১৯৭৮-০৯৮০৯৪ নম্বরে ফোন করতে অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। খুব প্রয়োজনে হাসপাতালের ‘ফ্লু কর্নার’ এ সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।

Advertisement

হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সোহরাব আকন্দ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ রাখতে ঘরে অবস্থান করুন। করোনা সংক্রান্ত পরামর্শের জন্য হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মনির হোসেনের মোবাইলে ০১৭১১-১৫৭৪৩৫ প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত যোগাযোগ করে সেবা নিতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এমইউ/এমএফ/পিআর

Advertisement