দেশজুড়ে

রামগতির দুই ইউপি নির্বাচন স্থগিত

পূর্ব নির্ধারিত ১৫ অক্টোবর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ও চর গাজী ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।রামগতি উপজেলার চর আফজল গ্রামের মো. শামছুদ্দিনের রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও কাজী মো. এজারুল হক আকন্দের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। ফলে অনিশ্চিত হয়ে পড়ল ১৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রামগতি উপজেলার এ দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচন। লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ জানান, বিকেলে এক ফ্যাক্স বার্তায় ওই দুই ইউনিয়নের নির্বাচন স্থগিতের বিষয়ে হাইকোর্ট বিভাগের এক আদেশ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।    উল্লেখ্য, সীমানা জটিলতার কারণে ১৮ বছর পর আগামী ১৫ অক্টোবর রামগতি উপজেলার চর রমিজ ও চর গাজী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কাজল কায়েস/এআরএ/আরআইপি                    

Advertisement