মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি খুঁজছে সারা বিশ্ব৷ কিন্তু অজ্ঞতার বশে করোনা থেকে মুক্তি পেতে মদপান করে প্রাণ গেল ৬০০ জনের৷ হাসপাতালে ভর্তি প্রায় ৩ হাজার জন৷ মধ্যপ্রাচের দেশ ইরানে এমন ঘটনা ঘটেছে৷
Advertisement
অ্যালকোহল মুক্তি দিতে পারে করোনা থেকে৷ এই বিশ্বাসেই উচ্চ-ঘনত্বযুক্ত অ্যালকোহল পান করেন কয়েক হাজার মানুষ৷ ফলে প্রাণ গেছে ছ’জনের৷ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও তিন হাজার। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন ইরানের জুডিসিয়াল প্রবক্তা গোলাম হোসেন ইসমাইলি৷ তিনি বলেন, ‘সংখ্যাটি খুব বেশি এবং আমাদের প্রত্যাশার বাইরে। অ্যালকোহল সেবন নিরাময় নয়, এটা মারাত্মক হতে পারে’।
তাসনিম নিউজ এজেন্সিকে তিনি আরও জানান, ‘এর সঙ্গে জড়িত প্রচুর লোককে গ্রেপ্তার করা হয়েছে৷ এতগুলো মানুষের মৃত্যু ও অপরাধমূলক কাজের জন্য তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে’।
ইরান হল মধ্যপ্রাচ্যের সেই দেশ, যেখানে করোন ভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি৷ এই মরণঘাতি ভাইরাসে আক্রান্ত ৬২,৫৮৯৷ আর মারা গেছে ৩,৮৭২ জন৷ এখনও পর্যন্ত চিকিৎসকরা করোনাভাইরাস নিরাময়ের কোনও নিরাময় আবিষ্কার করতে পারেননি৷ কেবলমাত্র এই ভাইরাসে আক্রান্তদের উপসর্গগুলি চিহ্নিত করা গেছে৷
Advertisement
দেশে করোনা সংক্রমণ মোকাবিলায় প্রথমবার মঙ্গলবার সংসদের অধিবেশন ডেকেছে ইরান৷ যেখানে সরাসরি সপ্তম দিনে নতুন সংক্রমণের সংখ্যা কমেছে বলে জানানো হয়েছে৷ বিধানসভার ২৯০ সদস্যের দ্বি-তৃতীয়াংশেরও বেশি সদস্য স্পিকার ও প্রবীণ রাজনীতিবিদ আলি লারিজনীর অনুপস্থিতিতে উপস্থিত হয়েছিলেন৷
ইরানের কমপক্ষে ৩১ জন সাংসদ করোনায় আক্রান্ত৷ কিন্তু রাষ্ট্রীয় টেলিভিশন ফুটেজে দেখা গিয়েছে যে, করোনা সংক্রমণের বিস্তার রোধে সামাজিক দূরত্বের নির্দেশ মানছেন না অনেক সাংসদই৷ এরপরই দেশে একমাসের জন্য লকডাউন ঘোষণা করেছেন ইরান সরকার৷
এক সাংসদের মতে, করোনা বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে, না-হলে ইতিহাস আমাদের বিচার করবে। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে এদিন ১৩৩ জনের মৃত্যু হয়েছে৷ ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৮২৷ মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এখনও পর্যন্ত ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ্যের বেশি৷
এমআরএম
Advertisement