ম্যাক্স গ্রুপে চাকরিরত আট হাজার মানুষ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের পরিবারসহ ৩০ হাজার লোকের ভরণ-পোষণের দায়িত্ব নেবে ম্যাক্স গ্রুপ।
Advertisement
মঙ্গলবার (৭ এপ্রিল) গ্রুপটির সিইও (পাওয়ার) আজাদুল হক তার ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন।
‘আমরা আছি’ শিরোনামে স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমাদের কোম্পানি, ম্যাক্স গ্রুপে প্রায় আট হাজার লোক কাজ করে। এর মধ্যে অনেক শ্রমিক সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। করোনাভাইরাসের জন্য তারা নিজেদের এবং তাদের পরিবারের সবার জন্য চিন্তিত। তাই আমরা ঠিক করেছি যে অনির্দিষ্ট কালের জন্য শুধু এ আট হাজারই নয় বরং তাদের পরিবারসহ প্রায় ৩০ হাজার মানুষের ভরণ-পোষণের দায়িত্ব নেব। একটা হট লাইন চালু করা হচ্ছে। সেখানে ফোন করে খাবার, ওষুধ, জরুরি সেবার জন্য যে কোনো কর্মচারী সাহায্য চাইতে পারবে। তাদের অন্য কোথাও সাহায্য চাইতে হবে না। প্রয়োজনে আমরা তাদের খাবার, ওষুধপত্র পৌঁছে দেয়ার ব্যবস্থা করব, তাদের হাসপাতালে নেয়ার ব্যবস্থা করব। আমরা মনে করি প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি শুধু তাদের নিজেদের কর্মচারীদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় তবে সরকারের ওপর থেকে অনেকাংশে চাপ কমে যাবে এবং তখন অন্য নিম্নবিত্তদের সাহায্য করা সরকারের জন্য অনেক সহজ হবে।’
‘আসুন না সবাই আমরা একটু কষ্ট করি, একটুখানি সাহায্যের হাত বাড়াই। দেশটা তো আমাদেরই তাই না।’
Advertisement
‘এমন সুন্দর আর মানবিক একটি সিদ্ধান্ত নেয়ার জন্য চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর এবং অন্যান্য পরিচালকদের জন্য রইল বিনম্র শ্রদ্ধা মাখানো আন্তরিক ধন্যবাদ। এই কোম্পানির সিইও হিসেবে গর্বিত বোধ করছি।’
এইচএস/এএইচ/পিআর