দেশজুড়ে

জনসচেতনতার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ সম্ভব

দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ।তিনি বলেন, সংবিধান অনুসারে সরকারি কর্মজীবীরা প্রজাতন্ত্রের কর্মচারী। আর গণপ্রজাতন্ত্র দেশের সাধারণ মানুষকে নিয়ে চালিত হয়। সে সূত্রে নাগরিক হিসেবে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। তাই প্রান্তিক পর্যায়ে সরকারের সেবা পৌঁছাতে উপজেলায় ২০টি শাখা কাজ করছে। এসব অফিসে প্রাপ্য সেবা নিশ্চিত করতে দুদক সক্রিয় ভূমিকা রাখছে। মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে সদর উপজেলার সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান দুদক কমিশনার। জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে সভায় দুদকের মহাপরিচালক সামশুল আরেফীন অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জন প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি

Advertisement