জাতীয়

দুদক পরিচালকের মৃত্যুতে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক

বিসিএস প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের সদস্য ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক (উপসচিব) জালাল সাইফুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

Advertisement

মঙ্গলবার অ্যাসোসিয়েশনের সভাপতি (জেলা জজ) মো. হেলাল চৌধুরী ও মহাসচিব (আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব) বিকাশ কুমার সাহা স্বাক্ষরিত এক বার্তায় এ শোক প্রকাশ করা হয়।

জালাল সাইফুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুয়েত-মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান।

শোকবার্তায় বলা হয়, সাইফুর রহমানের অকাল ও অপ্রত্যাশিত মৃত্যুতে বাংলাদেশের জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে।

Advertisement

আরও বলা হয়, সততা, দক্ষতা, অমায়িকতা ও শুদ্ধাচারের গুণাবলিসম্পন্ন প্রজাতন্ত্রের একজন কর্তব্যনিষ্ঠ কর্মকর্তা হিসেবে জালাল সাইফুর রহমান ছিলেন সর্বজনস্বীকৃত। কর্মপরায়ণ এই কর্মকর্তার অকাল মৃত্যুতে দেশ ও জাতি তার গুরুত্বপূর্ণ অবদান থেকে বঞ্চিত হলো। যে কোনো বিচারেই এই শূন্যতা অপূরণীয়। তথাপি, এই শোকবিধুর সময়ে তার শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের সঙ্গে এই অ্যাসোসিয়েশনের শোকার্ত সদস্যরা একাত্মতা ও সহমর্মিতা জ্ঞাপন করছে এবং মহান সৃষ্টিকর্তার কাছে সর্বান্তকরণে তার বিদেহী আত্মার মাগফেরাত ও প্রশান্তি কামনা করছে।

আরএমএম/জেডএ/পিআর