জাতীয়

দুই শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী দিলো ইসলামী আন্দোলন

করোনাভাইরাসে কারণে সৃষ্ট সঙ্কটময় পরিস্থিতিতে রাজধানীর মোহাম্মদপুরে বাড়ি বাড়ি গিয়ে দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

Advertisement

মঙ্গলবার মোহাম্মদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ রেজাউল করীমের নির্দেশনায় সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সার্বিক তদারকিতে নগরীর মোহাম্মদপুর থানা শাখার উদ্যোগে অস্বচ্ছল, অসহায়, দারিদ্র পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী (চাল, ডাল, আলু, তেল, আটা, চিড়া, সাবান ও খাবার স্যালাইন) বিতরণ করা হয়।

থানা শাখা সভাপতি আলহাজ্ব দেওয়ান মিজানুর রহমানের নেতৃত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতী ফরিদুল ইসলাম।

খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেয়ার কাজের সমন্বয় করেন থানা সেক্রেটারি এইচ এম নিজাম উদ্দিন। খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া নিশ্চিত করেন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আল-আমিন রাসেল, আজাদ হোসেন, হারুন অর রশীদ, হাফেজ ওবায়দুল্লাহ প্রমুখ।

Advertisement

এএস/এমএসএইচ/পিআর