দেশজুড়ে

লক্ষ্মীপুরে একজনের মৃত্যু, ১৬ পরিবার লকডাউন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন মৃত ব্যক্তির বাড়িসহ তিন বাড়ির ১৬ পরিবারকে লকডাউন করেছে।

Advertisement

মঙ্গলবার (০৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চর বাদাম ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চরসীতা এলাকার নিজ বাড়িতে ওই ব্যক্তির মৃত্যু হয়।

চর বাদাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জসিম জানান, দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনি সমস্যায় ভুগছিলেন ওই ব্যক্তি। তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে কি-না তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার বলেন, করোনাভাইরাস নিশ্চিত হতে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Advertisement

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মোমিন জানান, মৃত ব্যক্তির বাড়িসহ তিনটি বাড়ির ১৬ পরিবারকে লকডাউনে রাখা হয়েছে। ওসব বাড়ির লোকজন অন্য কোথাও যেতে পারবেন না। আবার অন্য কোনো লোক ওসব বাড়িতে প্রবেশ করতে পারবেন না।

কাজল কায়েস/এএম/পিআর