দেশজুড়ে

এসআইসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

কুমিল্লার মুরাদনগর থানার এসআই আনোয়ার হোসেনসহ তিনজনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মুরাদনগরের বৈরাকুড়ি গ্রামের আব্দুল বারেকের ছেলে আলাউদ্দিন প্রকাশ আমিন বাদী হয়ে জেলার ৮নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহাদ বিন আমিন চৌধুরীর আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটির দীর্ঘ শুনানি শেষে সিআইডি কুমিল্লাকে তদন্তের নির্দেশ দেয়। তবে পুলিশের দাবি প্রতিপক্ষকে ঘায়েল ও মামলার তদন্ত ভিন্ন দিকে ধাবিত করতেই এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর মুরাদনগর উপজেলার বড়ুইয়াকুড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ভাগিনা হাসানের উপর একই গ্রামের আলা উদ্দিনের আত্মীয় জহির, ওয়াসিমসহ অন্যান্যরা হামলা চালায়। পরে রাত ১১টায় মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উভয় গ্রুপের মধ্যে পুনরায় মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় গিয়াস উদ্দিন এবং আলাউদ্দিন ভাগিনা মোমিন বাদী হয়ে মুরাদনগর থানায় পৃথক দুইটি এবং আলাউদ্দিন বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আরো একটি মামলা দায়ের করেন।এদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন বাদী গিয়াস উদ্দিনের পক্ষ নিয়ে অপর মামলার আসামিদের হুমকি ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মঙ্গলবার আদালতে মামলা দায়ের করেন আলাউদ্দিন প্রকাশ আমিন। ওই মামলায় এসআই আনোয়ার হোসেন ও বড়ুইয়াকুড়ি গ্রামের মো. নায়েব আলীর ছেলে মো. গিয়াস উদ্দিনসহ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। এ বিষয়ে মুরাদনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, আমি গিয়াস উদ্দিনের মামলার তদন্তকারী কর্মকর্তা তাই মিথ্যা অভিযোগে প্রতিপক্ষকে ঘায়েল করতে আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, দায়েরকৃত অভিযোগ এখনো থানায় আসেনি, বড়ুইয়াকড়ি গ্রামে সংঘর্ষের ঘটনায় মুরাদনগর ও কোতয়ালী মডেল থানায় উভয়পক্ষের তিনটি মামলা হয়েছে। বর্তমানে এসব মামলার তদন্ত চলছে। আর এ অবস্থায় প্রতিপক্ষকে ঘায়েল ও পুলিশের তদন্ত ভিন্ন দিকে নিতেই এ মিথ্যা অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। কামাল উদ্দিন/এআরএ/আরআইপি

Advertisement