দেশজুড়ে

মর্মান্তিক ও বেদনাদায়ক

ভৈরব বাজার মসজিদ রোডের ব্যবসায়ী শাহজাহান মিয়া (৪২) তার চাচা সোনা মিয়ার জানাজায় অংশগ্রহণ করে ফিরে আসার পথে নিজেই সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরল।তার সঙ্গে থাকা ভাগ্নে জামাই ভৈরবের কালিপুর গ্রামের মো. শফিকুল ইসলাম (৩০) ও চাচাতো ভাই সিএনজি চালক নরসিংদী রায়পুরা উপজেলার বটচর গ্রামের হাবিবুল­াহ (২২) এ দুজনও দুর্ঘটনায় একই সঙ্গে প্রাণ হারায়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ভৈরবের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার নীলকুঠি নামক স্থানে পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান মিয়ার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার বটচর গ্রামে। তিনি দীর্ঘদিন যাবত ভৈরব বাজারে ব্যবসা করতেন। জানা গেছে, শাহজাহান মিয়ার চাচা গত সোমবার রাতে মারা যায়। এ খবর পেয়ে তিনি মঙ্গলবার সকালে তার ভাগ্নেজামাই শফিকুলকে নিয়ে নিজ গ্রামে চাচার জানাজায় অংশগ্রহণ করেন। পরে তিনি ভাগ্নে জামাইসহ সিএনজি চালক চাচাতো ভাইকে নিয়ে ভৈরব ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ওই স্থানে বিপরীতগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি এবং তার চাচাতো ভাই ঘটনাস্থলেই প্রাণ হারায়। ভাগ্নে জামাই মো. শফিকুলকে মুমূর্ষু অবস্থায় ভৈরবের একটি হাসপাতালে নেয়ার পর তিনি মারা যায়। এ দুর্ঘটনার খবর পেয়ে বটচর গ্রাম ও ভৈরব বাজার ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় রায়পুরা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়। শাহজাহানের বড় ভাই মো. আবুল হোসেন জানান, আমাদের দুর্ভাগ্য চাচার লাশের জানাজা দিতে এসে আমার ভাইসহ ভাগ্নি জামাই ও চাচাতো ভাইকেও লাশ হতে হলো। এখন তিনটি পরিবারই অভিভাবক হারা হয়ে গেছে। এ দুঃখও বেদনা আমরা কি করে সহ্য করবো। ভৈরব হাইওয়ে থানা পুলিশের ওসি নূরুল আলম জানান কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।আসাদুজ্জামান ফারুক/এমএএস/আরআইপি

Advertisement