শিক্ষা

টেলিভিশনে শ্রেণিপাঠ সম্প্রচারে ক্রটির সমাধানে নির্দেশনা

মাধ্যমিক স্তরে টেলিভিশনে পাঠদানে সম্প্রচার ক্রটিপূর্ণ হওয়ায় তা সমাধানের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধান করতে বলা হয়েছে। তা না হলে যেসব এলাকায় সম্প্রচার দেখতে সমস্যা হচ্ছে সেসব এলাকার নাম উল্লেখ করে প্রতিবেদন আকারে মাউশিতে অভিযোগ পাঠাতে বলা হয়েছে।

Advertisement

সম্প্রতি মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক চৌধুরী সাক্ষরিত জারি করা আদেশে বলা হয়, 'মাউশির আওতাধীন সব আঞ্চলিক কার্যালয়, জেলা শিক্ষা অফিস, উপজেলা/ থানা মাধ্যমিক শিক্ষা অফিস, সরকারি ও বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের সবার অবগতিতে জানানো হচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকালীন সময়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদানের ধারাবাহিকতা রক্ষায় সংসদ বাংলাদেশ টেলিভিশনে নির্দিষ্ট একাডেমিন ক্যালেন্ডার অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠাদন কর্মসূচি চলমান রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা আমাদের উৎসাহিত করেছে।'

এতে আরও বলা হয়, ইতোমধ্যে দেশের কোনো কোনো স্থানে সংসদ টেলিভিশনে পরিষ্কার দেখা যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। বলা হয়েছে, এম পরিস্থিতিতে মাউশির অধীন কর্মকর্তারা স্থানীয় কেবল অপারেটরদের সঙ্গে যোগাযোগ করে এবং প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাহায্য নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেবেন। যেহেতু সংসদ টেলিভিশনে প্রাথমিক পর্যায়ের শ্রেণি পাঠদানও প্রচারিত হবে। তাই প্রাথমিক শিক্ষা অধিদফতরাধীন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করেও এসব সমস্যা সমাধান করা যেতে পারে।

'যদি কোনোভাবেই এসব সমস্যা সমাধান করা সম্ভব না হয় তবে তার কারণ ও সংশ্লিষ্ট এলাকার নাম উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন মাউশিতে পাঠাতে বলা হয়েছে।

Advertisement

এমএইচএম/জেডএ/এমকেএইচ