শিক্ষা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বেতনের টাকা দেবে ইউজিসি

মহামারী করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে এক দিনের বেতন দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। মঙ্গলবার ইউজিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউজিসির চেয়ারম্যান, সদস্যগণ এবং সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর এক দিনের সমপরিমাণ বেতনের অর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই অনুদানের এ অর্থ সরকারের নিকট প্রদান করা হবে বলেও জানানো হয়েছে।

জানা গেছে, বাংলাদেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ জমা দিয়েছেন। বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে নানাভাবে অর্থ-ত্রাণ দিয়ে সহায়তা করে আসছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা বৈশাখী ভাতার ২০ শতাংশ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।

এমএইচএম/এনএফ/এমএস

Advertisement