দেশজুড়ে

পিরোজপুরে জেলের জালে ধরা পড়ছে জাটকা

মা ইলিশ সংরক্ষণে ১৫ দিনের টানা অভিযানের পর উপকূলীয় জেলা পিরোজপুরের নদ-নদীতে জেলেরা রাত দিন ইলিশ শিকারে ব্যস্ত। তাদের জালে বড় আকারের যে ইলিশ ধরা পড়ছে তার অধিকাংশের পেটে ডিম রয়েছে। অপরদিকে কারেন্ট জাল দিয়ে জাটকা নিধনের মহোৎসব চলছে। জেলার হাট-বাজারে এখন ইলিশের ছড়াছড়ি। দামও তুলনামূলক কম। জাটকা প্রতি কেজি সাড়ে ৩শ থেকে ৪শত টাকায় বিক্রি হচ্ছে। বড় ইলিশ ৭ থেকে ৮ শত টাকা প্রতি কেজি। দৃশ্যত মা ইলিশ সংরক্ষণ অভিযান ব্যর্থ হয়েছে।তবে পিরোজপুরের জেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এ ব্যাপারে ভিন্ন মত প্রকাশ করেছেন। তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান মনে হয় সফল হয়েছে। ১৫ দিনের এ অবরোধে জেলেরা অনেক সচেতন হয়েছেন। আমরা এ সময়ে ১০৪টি মোবাইল কোর্ট, ১১১টি অভিযান পরিচালনা করেছি। এসময় ৬ লাখ ৪৩ হাজার মিটার জাল জব্দ করেছি। যার মূল্য ১ কোটি ২৮ লাখ টাকা। মা ইলিশ ধরার অপরাধে জেলেদের বিরুদ্ধে ১২টি মামলা হয়েছে। এসময় ২ জেলেকে আটক করে ১ বছর করে সাজা দেয়া হয়েছে। তবে জেলেদের কাছ থেকে মাত্র ৪৬ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। মৎস্য কর্মকর্তা আরও বলেন, আমাদের জনবল খুবই কম। এ নিয়ে অভিযান সফল করা কষ্টকর। তিনি বলেন, ইলিশ সারা বছরই কম বেশি ডিম দেয়। এরপরে মা ইলিশ সংরক্ষণের সাথে সাথে জাটকা সংরক্ষণ অভিযান করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। এমএএস/পিআর

Advertisement