দেশে করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন অবনতি হতে শুরু করেছে। সরকার আশঙ্কা করছে, এ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। এজন্য এখন থেকে আরও কঠোর পদক্ষেপ নেবে সরকার। এ অবস্থায় করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার আগেই মেহেরপুর পৌরসভা লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুর থেকে পৌরসভা লকডাউন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার মেয়র মাহফুজুর রহমান।
স্থানীয় সূত্র জানায়, এখন পর্যন্ত মেহেরপুরে করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়নি। তবে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে মেহেরপুর পৌরসভা ও জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে মেহেরপুর শহরে প্রবেশের দুটি গেট লকডাউন করে সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়েছে। ফলে অন্য জেলা বা পৌরসভার বাইরের লোকজন শহরে প্রবেশ করতে পারছেন না। তবে পণ্যবাহী যানবাহনের জন্য রয়েছে শিথিলতা।
পৌর মেয়র মাহফুজুর রহমান বলেন, করোনা প্রতিরোধে অতিরিক্ত সতর্কতা হিসেবে মেহেরপুর পৌরসভা লকডাউন করা হয়েছে। করোনা মোকাবিলায় পৌরসভার পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সড়কে সড়কে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। পাশাপাশি মঙ্গলবার থেকে জেলা ও শহরের বাইরের কোনো লোকজনকে পৌরসভায় ঢুকতে দেয়া হবে না।
Advertisement
আসিফ ইকবাল/এএম/এমএস