জাতীয়

২৪ ঘণ্টা করোনার তথ্য-পরামর্শ পাবেন ঢাকা উত্তরের বাসিন্দারা

করোনাভাইরাস বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তথ্য ও পরামর্শ সেবাকেন্দ্র চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি এলাকার নগরবাসী ফোনে চিকিৎসা সংক্রান্ত তথ্য ও পরামর্শ সেবা নিতে পারবেন। সপ্তাহের সাতদিনই ২৪ ঘণ্টা ফোনে এই সেবা পাবে নাগরিকরা।

Advertisement

ডিএনসিসি সূত্র জানায়, ডিএনসিসির ৫টি অঞ্চলে করোনাভাইরাস সংক্রান্ত তথ্য ও পরামর্শ সেবা চালু করা হয়েছে। নগরবাসী ফোন করে করোনাভাইরাস সংক্রান্ত চিকিৎসা তথ্য ও পরামর্শ নিতে পারবেন।

কেন্দ্রগুলো হলো- নারী মৈত্রী, পিএ-১, মগবাজার, ঢাকা। সেখানে যোগাযোগের নম্বর ৮৮০২-৯৩৫৫২৭৭। নারী মৈত্রী, পিএ-২, মোহাম্মদপুর, ঢাকা। সেখানে যোগাযোগের নম্বর ০১৩১১-৯৪৬৪৩২।

ঢাকা আহসানিয়া মিশন, পিএ-৩, নেকী বাড়িরটেক মাজার রোড, মিরপুর, ঢাকা। সেখানে যোগাযোগের নম্বর ০১৩০১-৫৯৬৮৩৯। বাপসা, পিএ-৪, বর্ধিত পল্লবী, মিরপুর, ঢাকা। সেখানে যোগাযোগের নম্বর ০১৭৭০-৭২২১৯৪। ইউটিপিএস, পিএ-৫, উত্তরা, ঢাকা। সেখানে যোগাযোগের নম্বর ০১৩১৪-৭৬৬৫৪৫।

Advertisement

এএস/জেডএ/এমকেএইচ