লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়ায় ভারতে আরও এক দিনমজুর আত্মহত্যা করেছেন। গত রোববার রাতে মালদায় ৫৪ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
Advertisement
আত্মঘাতী ব্যক্তির স্ত্রী জানান, তার স্বামী হৃদরোগে ভুগছিলেন। কিন্তু ওষুধ কেনার টাকা ছিল না। তাদের দু’টি ছেলে ও একটি মেয়ে আছে। সংসার চালাতে বিভিন্ন জায়গায় কাজ করতেন এই দিনমজুর। কিন্তু, লকডাউনের কারণে এক সপ্তাহের বেশি কোনও কাজ জোটেনি তার।
এই অবসাদ থেকেই ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে ধারণা স্থানীয়দের।
এর আগে, গত মাসে দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর কিছুদিন পরেই পরিবারের সদস্যদের খাবারের দুশ্চিন্তায় আত্মহত্যার পথ বেছে নেন কলকাতার নিম্নআয়ের দুই ব্যক্তি। তারা দু’জনই উত্তর কলকাতার ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এর চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করতেন।
Advertisement
সূত্র: হিন্দুস্তান টাইমস
কেএএ/এমকেএইচ