করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশের রাজধানী অঞ্চলসহ বৃহৎ এক অংশে চলমান লকডাউনের মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। দেশটির মন্ত্রিপরিষদ সচিক আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরা।
Advertisement
মূলত দেশটির উত্তরাঞ্চলে অবিস্থত সবচেয়ে বড় দ্বীপ লুজনে লকডাউন চলছে। সেখানে আনুমানিক ৫ কোটি ৭০ লাখ মানুষের বাস। এর আগে গত মার্চের মাঝামাঝি কমিউনিটর মধ্যে কোয়ারেন্টাইন কার্যকরে আগামী ১২ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।
এর আগে সোমবার রাতে টেলিভিশন ভাষণে দুতার্তে লকডাউনের মেয়াদ এপ্রিল পর্যন্ত বহাল রাখান ইঙ্গিত দেন। তবে তিনি বলেছেন, লকডাউন বাড়িয়ে দিলে তা সামাল দেওয়ার মতো তহবিল সরকারের নেই। তাই তিনি দেশটির বেসরকারি ব্যবসায় খাত থেকে আর্থিক সাহায্য চেয়েছেন।
আজ মঙ্গলবার দেশটির মন্ত্রিপরিষদ সচিব কার্লো নোগ্রালেস বলেন, মহামারি করোনার মতো জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায় গঠিত জাতীয় পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় পর্যায়ের একটি কমিটির সুপারিশের পর লকাডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement
গত ১৭ মার্চ থেকে লুজন দ্বীপ লকডাউন। রাজধানী ম্যানিলা এই দ্বীপেই অবস্থিত। তবে লুজনে আনুষ্ঠানিক লকডাউন শুরু হওয়ার পর দেশটির অন্যান্য প্রদেশ ও শহরের নির্বাহীরা তাদের নিজেদের মতো করে লকডাউন ঘোষণা করে। তাই কার্যত দেশটির ১০ কোটির বেশি মানুষ এখন ঘরবন্দি।
এসএ