দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। মঙ্গলবার থেকেই সারাদেশে লকডাউন শুরু হবে। তবে শুক্রবারই তা শেষ হবে।
Advertisement
ইহুদিদের বাৎসরিক পাসওভার উপলক্ষে ছুটির দিনগুলোতে অনেক মানুষের সমাগম ঘটে। করোনাভাইরাস মানুষ থেকে মানুষে সহজেই ছড়িয়ে পড়ে।
আর সে কারণেই এই উৎসবের কয়েকদিনে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছেন নেতানিয়াহু। করোনার বিস্তার ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। লোকজনকে জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে। একই সঙ্গে বিশ্বব্যাপী লোকজনকে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
Advertisement
করোনাভাইরাসে আক্রান্ত একজন ব্যক্তির মাধ্যমে তার আশেপাশে থাকা লোকজন খুব সহজেই এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হতে পারে। সে কারণেই বিভিন্ন দেশে ইতোমধ্যে জনসমাগমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু দেশব্যাপী লকডাউনের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি জানান যে, মঙ্গলবার থেকেই ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হবে।
এছাড়া ইসরায়েলের লোকজন বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হতে পারবে না বলেও জানানো হয়েছে। মূলত পাসওভারের উৎসব উপলক্ষে লোকজন তাদের পরিবার নিয়ে বের হয়।
এই উৎসবকে কেন্দ্র করে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয় যা 'সেদের' নামে পরিচিত। কিন্তু চলতি বছর করোনার প্রকোপ ছড়িয়ে পড়ায় এই উৎসবে আগের মতো ঘোরাঘুরি করার অনুমতি দিচ্ছে না ইসরায়েল সরকার। আপাতত বাড়িতে বসেই উৎসব পালন করতে হবে সেখানকার মানুষকে।
Advertisement
টিটিএন/জেআইএম