জাতীয়

করোনায় কোথায় গেল সেই সব দেশের শক্তি, প্রশ্ন প্রধানমন্ত্রীর

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে উন্নত দেশগুলোর অস্ত্রের সেই শক্তি কোথায় গেল প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আল্লাহ রব্বুল আলামিনের খেলা বুঝা খুব ভার।

Advertisement

মঙ্গলবার (৭ এপ্রিল) গণভবন থেকে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়ের সময় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তবে তিনি কোনো দেশের নাম উল্লেথ করেননি।

প্রধানমন্ত্রী বলেন, ‘সারাবিশ্বে যুদ্ধ হয় বড় বড় অস্ত্রশস্ত্র নিয়ে, এখানে সামান্য একটা করোনাভাইরাস, যা কেউ চোখে দেখছে না। কারো চোখে পড়েনি যে জিনিসটা কী? কিন্তু সে এতই শক্তিশালী যে, সমস্ত বিশ্বকে স্থবির করে দিয়েছে। সমস্ত বিশ্বই এখন বলতে গেলে স্থবির।’

তিনি বলেন, ‘ধন-সম্পদ, টাকা-পয়সা, বাড়ি-গাড়ি, অথবা যারা অস্ত্রশস্ত্র নিয়ে মনে করত বিশ্বে সবচেয়ে শক্তিধর, কথায়-কথায় বোম্বিং করত, কথায় কথায় গুলি করছে, কথায় কথায় মারছে। কোথায় গেল সেই শক্তি, শক্তি নাই? শেষ? আল্লাহ রব্বুল আলামিনের খেলা বুঝা খুব ভার।’

Advertisement

শেখ হাসিনা আরও বলেন, ‘যার কারণে বলব, ধনসম্পদ রেখে কোনো লাভ হবে না, বরং যার যা আছে, বিত্তশালী যারা আছেন আপনারাও (দরিদ্রদের) পাশে দাঁড়ান। আপনার পাড়া-প্রতিবেশী তারা কী অবস্থায় আছে সেটা আপনারা দেখেন। তাদের দিকে নজর দেন, সাহায্য করেন। সাহায্যই থাকবে, এটাই মানুষ কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখবে।’

আরএমএম/এসআর/জেআইএম