দেশজুড়ে

নবীনগরে এসিল্যান্ড অফিসে ভাঙচুর : গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও কর্মচারীকে মারধরের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো, নবীনগর পৌর ছাত্রলীগের সাবেক নেতা মো. মনিরুজ্জামান (৩০) ওরফে বাদশা মনির এবং তার পিতা আবুল বাশার (৫২)। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে নবীনগর পূর্ব পাড়ার আবুল বাশার স্থানীয় এসিল্যান্ড অফিসে গিয়ে তার জায়গা-জমির কিছু কাগজপত্র দেখতে চান। এ সময় অফিস সহকারি মো. শরীফ উদ্দিন (৩২) তার হাতের কাজ শেষ করে সেগুলো দেখাবেন বলে অপেক্ষা করতে বলেন বাশারকে। কিন্তু এতে বাশার ক্ষিপ্ত হয়ে টেবিলে আঘাত করে গ্লাস ভেঙে ফেলেন। এরপর শরীফকে মারধর শুরু করেন। এরপর শরীফকে তার সহকর্মীরা উদ্ধার করে নবীনগর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শরীফ উদ্দিন বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন।নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জাগো নিউজকে জানান, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে বিকেলে আবুল বাশার ও তার ছেলে মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর

Advertisement