জাতীয়

বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিলেন যুবলীগ নেতা

প্রাণঘাতী করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে কার্যত লকডাউন ঢাকা। এতে সবচেয়ে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। এসব অসহায় শ্রমজীবী মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

Advertisement

সোমবার (৬ এপিল) রাজধানীর যাত্রাবাড়ি এলাকার পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, দুই কেজি আটা, দুই কেজি আলু, এক কেজি চিনি, দুইটি ডেটল শাবান এবং এক প্যাকেট ব্লিচিং পাউডার।

যাত্রাবাড়ি থানার কাজলার পাড়, সূতি খাল পাড়, নতুন রাস্তা, কাজলা পানির পাম্প, নাসির উদ্দিন সড়কসহ বেশ কিছু এলাকায় কর্মহীন, দিনমজুর ও অসচ্ছল পরিবারের মধ্যে তিনি এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এফএইচএস/এমএফ

Advertisement