ক্রমশ জটিল আকার ধারণ করছে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার করোনাভাইরাস পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৪ জন। আর গত দুই দিনে এ ভাইরাসে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে। আর সুস্থ হয়ে হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ জন।
Advertisement
মনিকা জিভেচ নামের এক শিক্ষার্থী জানান, তিনি স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানাতে ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড বিউটি থেরাপির ওপর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করছেন। পাশাপাশি তিনি ম্লিনোটেস্ট নামক একটি বেকারি শপে পার্টটাইম কাজ করেন। কিন্তু এ পরিস্থিতিতে তিনি কাজে যেতে পারছেন না। তাই চাকরি হারানো ভয়ে রয়েছেন।
তিনি জানান, আইডসচিনার একজন বাসিন্দা তিনি। আইডসচিনা মফস্বল শহরটি লুবলিয়ানা থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে। তাই এখন যদি চাকুরি চলে যায় তাহলে এটি হবে তার জন্য মড়ার ওপর খাঁড়ার ঘাঁ। অন্যদিকে তার এ চাকরি চলে গেলে নতুন করে তাকে অন্য চাকরি খুঁজে বের করতে হবে যা এ পরিস্থিতিতে প্রায় অসম্ভব।
করোনা পরিস্থিতিতে এভাবেই চাকরি হারানোর ভয়ে রয়েছেন দেশটির অসংখ্য শিক্ষার্থী। যাদের লেখাপড়া নির্ভর করছে এই পার্টটাইম চাকরির ওপর। এদিকে দেশটিতে করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন জটিল হওয়ায় আতঙ্কে দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা।
Advertisement
এক বাংলাদেশি শিক্ষার্থী বলেন, করোনারভাইরাসের কারণে আমরা সবাই আতঙ্কগ্রস্ত। প্রায় ২০ দিন হবে ঘরে বসে সময় কাটাচ্ছি। একের পর এক সব এলাকা লকডাউন হওয়ায় ভয় ভয় লাগছে। যতটুকু পারছি জনসমাগম হয় এমন স্থান আমরা বর্জন করার চেষ্টা করছি।
এমএফ/এমআরএম