আন্তর্জাতিক

রিয়াদসহ বেশকিছু এলাকায় ২৪ ঘণ্টা কারফিউ জারি

সৌদি আরবের রাজধানী রিয়াদসহ তাবুক, দাম্মাম, ধাহরান, হাফুফ এবং জেদ্দা, তাইফ, কাতিফ ও আল খোবারের সমস্ত অঞ্চলে ২৪ ঘণ্টা কারফিউ জারি করেছে দেশটির সিকিউরিটি অব পুলিশ। অঞ্চলগুলি থেকে বের কিংবা প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

Advertisement

তবে জরুরি চিকিৎসা ও খাদ্যদ্রব্য কেনাকাটা, ব্যাংকিং সেবার জন্য যার যার নির্দিষ্ট বসতি এলাকার ভেতরে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে (সকাল ছয়টা থেকে বিকেল তিনটার মধ্যে) বের হওয়া যাবে। শুধুমাত্র প্রাপ্ত বয়স্করা বের হতে পারবে। বের হতে হলে প্রতি গাড়িতে ড্রাইভারসহ একজন থাকতে হবে।

শুধুমাত্র গ্রোসারি শপ/তামউইনাত, ফার্মেসি, ফিলিং স্টেশন, ব্যাংক, গ্যাস স্টেশন, সার্ভিস অ্যান্ড মেইন্টেনেন্স প্রতিষ্ঠান, প্লাম্বিং- ইলেক্ট্রিক-এসি টেকনিশিয়ানের কাজে নিয়োজিত, পানি পৌছানোর কাজে নিয়োজিত কোম্পানি ছাড়া সকল প্রকার ব্যবসায়িক কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

একইভাবে ইতোপূর্বে যাদেরকে কাজের স্বার্থে কারফিউর আওতার বাইরে রাখা হয়েছিল তারা এসব এলাকায় অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে চলাফেরা করতে পারবে। এই নির্দেশনা জনস্বার্থ বিবেচনায় জারি করা হয়েছে।

Advertisement

এদিকে সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় (৬ এপ্রিল বিকেল চারটা পর্যন্ত) নতুন করে আরও ১৩৮ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫২৩ জনে। মোট মৃত্যুর সংখ্যা ৩৮ জন।

এমআরএম