জাতীয়

কামরাঙ্গী চরে কর্মহীন দুই শতাধিক পরিবারের পাশে যুবলীগ

করোনার সংক্রমণ ঠেকাতে পৃথিবীর অনেক দেশই লকডাউন পদ্ধতি বেছে নিয়েছে। বাংলাদেশেও চলছে অঘোষিত লকডাউন। দীর্ঘদিনের ছুটিতে দেশ। ঢাকার এমন চিত্র কখনো দেখেনি নগরবাসী। সুনসান রাস্তা-ঘাট। এতে বিপাকে পড়েছে শ্রমজীবী, পথশিশু ও ছিন্নমূল মানুষ। অসহায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগ।

Advertisement

সোমবার(৬ এপ্রিল) দিনব্যাপী কামরাঙ্গী চরের কমর্হীন দুই শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণের মতো নিত্যপণ্যসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছে ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগ।

এসময় উপস্থিত ছিলেন ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক গাজী মো. ফায়সাল ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির হোসেন (আবির)। এছাড়াও রাজু, আকাশ, সাদ্দাম, করিম আরিফ, আক্তার, কাশেমসহ একই এলাকার যুবলীগ কর্মীরা এ কার্যক্রমে অংশ নেন।

ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক গাজী মো. ফায়সাল বলেন, কামরাঙ্গী চরের আমাদের এই ওয়ার্ডে কোনো নিম্নবিত্ত কিংবা কর্ম হারানো মানুষ যেন অভুক্ত না থাকেন সেই ব্যবস্থা আমরা করেছি। লকডাউন চলাকালে আমাদের এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Advertisement

জেইউ/এমএফ/এমআরএম