জাতীয়

তৃণমূলে গণতন্ত্র পৌঁছাতে দলীয় প্রতীকে নির্বাচন

তৃণমূলে গণতন্ত্র পৌঁছে দিতেই দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন  করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ও দফতরের সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।মন্ত্রী বলেন, এ সিদ্ধান্তের উদ্দেশ্য সৎ। কেউ এর মধ্যে অসৎ কিছু দেখে থাকলে সেটা তাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার। তিনি আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে। এখানে মারামারি বা দাঙ্গাহাঙ্গামা হবে বলে মনে করি না। তিনি বলেন, শুধু দলীয়ভাবেই নয়, নির্দলীয় তথা স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগও তো থাকছে। এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনস্থ দফতর ও সংস্থার মধ্যে কর্মসম্পাদন চুক্তির আওতায় সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ চুক্তির মাধ্যমে মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান ও প্রকল্পগুলোর কার্যক্রমের নজরদারি এবং জবাবদিহিতা বাড়বে। এছাড়া মন্ত্রণালয়ের সঙ্গে কর্মের সুসম্পর্ক তৈরি হবে।তিনি বলেন, বিভিন্ন দফতরের চাহিদা অনুযায়ী মন্ত্রণালয় থেকে অর্থ ছাড়সহ সব ধরনের সহযোগিতা করা হবে। প্রকল্প অনুমোদন পেতে মাসের পর মাস পার করার সুযোগ আর থাকবে না। মন্ত্রী বলেন, সমঝোতা চুক্তিকে আমি এক তরফা মূল্যায়ন করবো না। মন্ত্রণালয়ে যারা কার্যক্রমগুলো তদারকির দায়িত্বে থাকবেন তারাও কীভাবে দায়িত্ব পালন করছেন সেটাও মূল্যায়ন হবে। এর আগে স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ ১৮ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ১০ প্রতিষ্ঠানের পক্ষে প্রধানরা সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। স্থানীয় সরকার সচিব আবদুল মালেক এবং পল্লী উন্নয়ন ও সমবায় সচিব এম এ কাদের সরকার স্ব স্ব বিভাগের পক্ষে চুক্তিসমূহে স্বাক্ষর করেন।  অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙা, এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদফতর, সিটি কর্পোরেশন, ওয়াসা, সংস্থা ও প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।এসএ/এএইচ/আরআইপি

Advertisement