করোনাভাইরাসের সংক্রমণ রোধে খুলনা মহানগরীতে বাইরের কোনো ব্যক্তি ও যানবাহন প্রবেশ এবং নগরী থেকে কেউ প্রস্থান করতে পারবে না। সোমবার ( ৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে এই নিদের্শনা জারি করা হয়েছে।
Advertisement
কেএমপির মুখপাত্র পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার নির্ধারিত সুনির্দিষ্ট ব্যক্তি ও যানবাহনের গমনাগমন ব্যতীত অন্য সকল ব্যক্তিবর্গ ও যানবাহনের খুলনা মহানগরী এলাকা হতে প্রস্থান ও মহানগরীতে আগমন বন্ধ থাকবে। ফার্মেসি ব্যতীত অন্যান্য দোকান সন্ধ্যা ৭টার পর বন্ধ থাকবে।
আলমগীর হান্নান/আরএআর/জেআইএম
Advertisement