দেশজুড়ে

চেয়ারম্যানের খাদ্যসামগ্রী পেলেন ১৫০০ দিনমজুর

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহছানুল কবির রিপনের উদ্যোগে ১৫০০ দিনমজুরের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

Advertisement

সোমবার (৬ এপ্রিল) দিনব্যাপী স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে এসব বিতরণ করা হয়। রিপন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, দত্তপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীন, যুবলীগ নেতা শেখ ফরহাদ, শাহাদাত হোসেন, দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রশিদ রাজ, ছাত্রলীগ নেতা নাজমুল হুদা মামুন, কাউছার হামিদ ও শেখ রুবেল প্রমুখ।

জানা গেছে, করোনায় কর্মহীন হয়ে গৃহবন্দি থাকা দিনমজুরদের মাঝে সরকারি খাদ্য সহায়তা ও টাকা বিতরণ করা হয়েছে। কিন্তু এর বাইরেও অনেক শ্রমজীবী সহায়তা পাননি। এজন্য ইউপি চেয়ারম্যান রিপন ব্যক্তিগতভাবে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেন। গত চারদিন ধরে ১৫০০ শ্রমজীবীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে একেকটি পরিবারের জন্য পাঁচদিনের খাবার রয়েছে।

Advertisement

জানতে চাইলে দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহছানুল কবির রিপন বলেন, সরকারি ত্রাণসামগ্রী সঠিকভাবে শ্রমজীবীদের মাঝে বিতরণ করা হয়েছে। কিন্তু শ্রমজীবী অনুযায়ী ত্রাণ কম ছিল। এজন্য ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে স্থানীয় বিত্তবানদের সহযোগিতায় আরও ১৫০০ শ্রমজীবীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

কাজল কায়েস/এএম/জেআইএম