করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এক যুবকের মৃত্যুর হয়েছে। এ ঘটনায় তার গ্রামের বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
Advertisement
রোববার (৫ এপ্রিল) রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।
তিনি জানান, নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। ওই যুবকের বাড়ি বারখাইন ইউনিয়নের শিলাইগড়ে। ফলে সেখানে কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।
চমেক হাসপাতাল থেকে তার নমুনা পরীক্ষার জন্য ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে পাঠানো হয়েছে, রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
Advertisement
উল্লেখ্য, সারাদেশে এখন পর্যন্ত ১২৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারে তিনজন রোগী শনাক্ত হয়েছে।
এফআর/এমএস