বিনোদন

করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কণিকা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিয়ম না মেনে সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড প্লেব্যাক গায়িকা কণিকা কাপুর। হাসপাতালে ভর্তি হওয়ার পর কোভিড-১৯ পরীক্ষা করা হলে পর পর চারবার রিপোর্ট আসে করোনা পজেটিভ। এতে করে ভয় পেয়ে যান কণিকার পরিবার।

Advertisement

আশার আলো জ্বলে ওঠে পঞ্চমবারের মতো কোভিড-১৯ পরীক্ষা করার সময়। পঞ্চম ও ষষ্ঠ টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। অবশেষে সুস্থ হয়ে উত্তরপ্রদেশের সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন তিনি।

তবে বলিউড গায়িকা কণিকাকে আগামী ২ সপ্তাহ বাড়ির মধ্যেই কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত ৯ মার্চ লন্ডন থেকে মুম্বইতে ফেরেন কণিকা কাপুর। ১১ মার্চ তিনি মুম্বই থেকে আসেন লখনউতে। এপর কানপুরে তাঁর বাড়ির সদস্যদের সঙ্গে দেখা করার পর লখনউ ৩টি পার্টিতে হাজির হন। ১৮ মার্চ তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে, ২০ মার্চ ভর্তি করা হয় হাসপাতালে। সেই থেকে পরপর পীক্ষা করানোর পর কণিকার রিপোর্ট পিজিটিভই আসতে শুরু করে। যা নিয়ে বেশ শোরগোল শুরু হয়ে যায়।

Advertisement

এমএবি/এমকেএইচ