বিনোদন

এক তারা নিয়ে অঙ্গীকার নাট্যদল

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে দ্বিতীয়বারের মতো মঞ্চস্থ হতে যাচ্ছে অঙ্গীকার নাট্যদলের ‘এক তারা’। আগামীকাল বুধবার নাটকটি রচনা করেছেন ভারতের সানন্দা পত্রিকার সাংবাদিক এবং অভিনেত্রী সুমনা কাঞ্জিলাল। ভারতের বিভিন্ন মঞ্চে ‘বিছমিল্লাহ’ নামে এ নাটকের ১৯টির মত প্রদর্শনী হয়েছে। নাট্যকার সুমনা কঞ্জিলাল উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও প্রদর্শনী দেখার জন্য তিনি ইতোমধ্যে ঢাকায় উপস্থিত হয়েছেন।‘এক তারা’ নাটকের গল্প গড়ে উঠেছে আজ থেকে প্রায় একশ বছর আগে তারাময়ী নামে এক সুবিধা বঞ্চিত নারীর জীবন চরিত্রকে কেন্দ্র করে। তার শৈশবে এক মাসীর কাছে বেড়ে উঠা, যৌবনে কিছু বুঝে উঠার আগেই শো বিজ জগতে জড়িয়ে যাওয়া, কিছু সুবিধা ভোগী মানুষের কামনা বাসনার শিকার হওয়া। তার উপর শারিরীক মানসিক নির্যাতন, তার চাওয়া-পাওয়া প্রেম এবং তাকে নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের ভাবনাকে ঘিরেই আবর্তিত হয়েছে এ নাটকের কাহিনী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনিরা, রাজীব রেজা, শ্রাবণী, সঞ্চিতা, কবির, মুক্তা, রাইমা, রুপক, রেহনুমা, সাইফ, আপন, রাজ, হৃদয় সবুজ ও আলভী। আলোক নিয়ন্ত্রণ করেছেন সরফারাজ। সংগীত পরিচালনায় বাবু আর কোরিওগ্রাফিতে রয়েছেন শামীমা আক্তার মুক্তা। নাটকটি নির্দেশনা দিয়েছেন রাজীব রজো।এর আগে গেল আগস্ট মাসে এ নাটকের উদ্ধোধনী মঞ্চায়ন হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে নাটকটির উদ্ভোধন করেন নাট্যজন নাসির উদ্দীন ইউছুফ।এলএ/আরআইপি

Advertisement