দেশজুড়ে

করোনা উপসর্গ দেখা দেয়ায় কুমিল্লায় বাড়ি লকডাউন

এক বক্তির শরীরে করোনা উপসর্গ দেখা দেয়ায় কুমিল্লা নগরীর একটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (০৬ এপ্রিল) দুপুরে নগরীর পশ্চিম বাগিচাগাঁও মুন্সি তোরাব আলী সড়কের ওই বাড়িটি লকডাউন করা হয়।

Advertisement

এ সময় জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল রোববার ওই ব্যক্তি করোনায় আক্রান্ত কি-না তা জানতে নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন বলেন, এক ব্যক্তির অসুস্থতা করোনা উপসর্গের সঙ্গে মিলে যাওয়ায় রোববার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠাই। এখনো রিপোর্ট আসেনি। রিপোর্ট আসা পর্যন্ত বাড়িটি লকডাউন থাকবে। রিপোর্ট পজিটিভ হলে লকডাউন চলবে, নেগেটিভ হলে লকডাউন উঠিয়ে নেয়া হবে।

তিনি আরও বলেন, ওই বাড়ির আশপাশের বাড়িগুলোতে বসবাসরত বাসিন্দাদের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। লকডাউন এবং উপসর্গ থাকলেই করোনা পজিটিভ হবে এমন ধারণা ভুল। এ নিয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।

Advertisement

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম