পটুয়াখালীতে ওষুধের দোকান ছাড়া সব দোকনপাট বিকেল ৫টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (০৬ এপ্রিল) পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মো. মতিউল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে করােনাভাইরাস সংক্রমণ রােধে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও অনেকেই বিনা প্রয়ােজনে ঘরের বাইরে বের হচ্ছে। স্থানীয় বাজার, দোকানপাটে ভিড় করছেন তারা। সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে সোমবার থেকে বিকেল ৫টার পর ওষুধের দোকান ছাড়া সবকিছু বন্ধ থাকবে।
পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিন জাগো নিউজকে বলেন, জেলা প্রশাসকেের নির্দেশনা সোমবার বিকেল ৫টা থেকে কার্যকর হবে। নির্দেশনা জেলার সব উপজেলার জন্য প্রযোজ্য। নির্ধারিত সময়ে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে। সবাইকে বাড়িতে অবস্থান করতে হবে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমএস
Advertisement