শিক্ষা

প্রাথমিক পর্যায়ের টেলিভিশনে পাঠদান শুরু মঙ্গলবার

মঙ্গলবার (৭ মার্চ) থেকে শুরু হচ্ছে টেলিভিশনে প্রাথমিকের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত সংসদ বাংলাদেশ টেলিভিশনে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির মোট পাঁচটি ক্লাস প্রচারিত হবে। রোববার (৫ এপ্রিল) ক্লাসের সময়সূচি প্রকাশ করা হয়।

Advertisement

সূচিতে বলা হয়েছে, আগামী ৭ এপ্রিল দুপুর ২টা থেকে সংসদ টিভিতে প্রাথমিক স্তরের ক্লাস সম্প্রচার শুরু হবে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ের ক্লাস সম্প্রচার করা হবে। প্রতিটি ক্লাস ২০ মিনিট সময় প্রচার করা হবে। এ সব ক্লাস শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন স্টুডিওতে ভিডিও আকারে ধারণ করে প্রচার করা হবে। ৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। তবে আগামী সপ্তাহ থেকে সকালে প্রাথমিকের ক্লাসগুলো প্রচার করা হতে পারে বলে জানা গেছে।

জানা গেছে, শিক্ষক পাঠদান করা বিষয়ের ওপর বাড়ির কাজ দেবেন। শিক্ষার্থীদের প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা খাতায় বাড়ির কাজ করতে হবে। স্কুল খুললে শিক্ষকদের কাছে জমা দিতে হবে।

অন্যদিকে, গত ২৯ মার্চ থেকে মাধ্যমিক পর্যায়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের প্রতিদিন আটটি করে রেকর্ডিং করা ক্লাস প্রচার করা হচ্ছে। তবে এ সব ক্লাসে বেশ কিছু ত্রুটি রয়েছে বলে একাধিক শিক্ষার্থী অভিযোগ জানিয়েছেন। দ্রুত সকল সমস্যা সমাধান করতে প্রতিশ্রুতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Advertisement

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের রক্ষায় ও এর বিস্তার ঠেকাতে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। তবে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে টেলিভিশনের মাধ্যমে ক্লাসের সিদ্ধান্ত নেয় সরকার।

ক্লাস রুটিন দেখতে এখানে ক্লিক করুন

এমএইচএম/এফআর/জেআইএম

Advertisement