রাজনীতি

৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন জাপার বাবলা

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিত ৩১১ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর, কদমতলীর হতদরিদ্রদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

Advertisement

সোমবার (৬ এপ্রিল) সকালে শ্যামপুর বালুর মাঠে তিনি সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, ডি কে সমির, রনি, লিটন প্রমুখ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বাবলা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখা হয়েছে। একইসঙ্গে আমাদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিরোধী দলীয় উপ-নেতা জি এম কাদেরের নির্দেশে জাতীয় পার্টির পক্ষ থেকেও আমরা খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধ্যমতো শ্যামপুর কদমতলীর সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি।’

এমইউএইচ/এফআর/এমএস

Advertisement