পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ফিরবেন ভারতের বিভিন্ন এলাকায় আটকে পড়া কয়েকজন বাংলাদেশি নাগরিক। তবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর স্থলবন্দর সংলগ্ন এলাকায় তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এসব তথ্য জানানো হয়।
Advertisement
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের আহ্বানে বৈঠকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজহারুল হক প্রধান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, সম্প্রতি বিশ্বে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতার কারণে ইমিগ্রেশন সুবিধা বন্ধ থাকায় বাংলাদেশি এসব নাগরিক ভারতের বিভিন্ন এলাকায় আটকা পড়েন। তারা চিকিৎসাসহ নানা কারণে বিভিন্ন সময় ভারতে গিয়েছিলেন। সরকারি নির্দেশনায় বিশেষ ব্যবস্থাপনায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। তবে স্থলবন্দর এলাকা সংলগ্ন স্থানে তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, বাংলাদেশি নাগরিকদের যারা দেশে ফিরতে চান তাদের দেশে আনার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। তাদের থাকা, খাওয়া এবং চিকিৎসাসহ যাবতীয় সুবিধা দেয়া হবে। এজন্য একটি প্রতিনিধি দল সোমবার বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকাসহ কোয়ারেন্টাইনের স্থান পরিদর্শন করবে।
Advertisement
সফিকুল আলম/এফএ/এমকেএইচ