ন্যাশনাল বিল্ডিং কোড বাস্তবায়নের লক্ষে জনগণকে অবহিত করতে বরিশালে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর সদর রোড বিডিএস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।দিন ভর চলা এ কর্মশালায় গণপূর্ত অধিদফতরের বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম বলেন, ১৯৯৩ সালে বিল্ডিং কোড চালু হলেও এটা বাস্তবায়নের সু-নির্দিষ্ট কোনো দিক নির্দেশনা ছিল না। তাই সরকার ২০৬ সালে বিল্ডিং কোড আইনে রূপান্তর করে। ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ ছাড়া কোনো টেকসই নির্মাণ সম্ভব নয়। তাই সরকার ন্যাশনাল বিল্ডিং কোড বাস্তবায়নের লক্ষ্যে শিগগিরই বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ নামে আলাদা একটি সংস্থা চালু করা হচ্ছে। এই কর্তৃপক্ষ অনুমোদিত এবং ঝুঁকিপূর্ণ পন্থায় ভবন নির্মাণ থেকে সংশ্লিষ্টদের বিরত রাখবে। আর এতেও কাজ না হলে তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও কোম্পানিতে কর্মরত প্রকৌশলীদের অংশগ্রহণে এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্স ইনস্টিটিউটশনের পরিচালক আবু সাদেক। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী আব্দুস সালাম। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটার এইডের পরিচালক ড. লিয়াকত আলী। নির্মাণ বিশেষজ্ঞরা ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ থেকে বহুতল ভবন রক্ষার জন্য বিভিন্ন নির্মাণ ত্রুটি তুলে ধরেন এবং এসব বিষয়ে আরো সতর্ক হওয়ার জন্য প্রকৌশলীদের আহ্বান জানান।সাইফ আমীন/এআরএ/আরআইপি
Advertisement