জাতীয়

তবুও পেটের টানে ময়লার ভাগাড়ে

করোনা সংক্রমণরোধে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও কার্যত ‘লকডাউন’ চলছে। করোনাভাইরাসের দুর্যোগময় পরিস্থিতিতে দেশের খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে পড়েছে।

Advertisement

বিভিন্ন ব্যক্তি সংগঠন বা প্রশাসনের উদ্যোগে এসব মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হলেও অনেকেই ত্রাণ পাচ্ছেন না। বাধ্য হয়ে কেউ কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় নামছে, কাজের সন্ধানে কেউ বা খাবারের সন্ধানে।

রোববার রাত ১০টার দিকে রাজধানীর কলাবাগান থানার অন্তর্গত বীরউত্তম সি আর দত্ত রোডে এক যুবককে রাস্তায় পড়ে থাকা ময়লার মধ্যে বসে থাকতে দেখা যায়।

একটু এগিয়ে দেখা যায়, সেখান থেকে পরিত্যক্ত ওয়ান টাইম ইউজ চায়ের প্লাস্টিকের কাপসহ অন্যান্য ভাঙারি দোকানের উপকরণ সংগ্রহ করছেন।

Advertisement

সাইফুল নামে ওই যুবক জানান, রাজধানীর মহাখালী এলাকায় তিনি থাকেন। দুপুরে কারও দেয়া খিচুড়ি খেয়েছেন।

সাইফুল আরও জানান, ভাঙারি টুকিয়ে নিয়ে কারওয়ান বাজারে বিক্রি করে খাবার খাবেন।

কেএইচ/বিএ/পিআর

Advertisement