জাতীয়

ঢাকায় একই পরিবারের ৬ জন করোনায় আক্রান্ত

রাজধানীর সবুজবাগ ও বাসাবো এলাকা লকডাউন করা হয়েছে। পুলিশ বলছে, খিলগাঁওয়ের দক্ষিণগাঁও এলাকার একই পরিবারের ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জাগো নিউজকে বলেন, দক্ষিণগাঁও এলাকাটি সবুজবাগ থানার অন্তর্ভুক্ত নয়। তবে শুনেছি সেখানে একই পরিবারের ৬ জনসহ ৭ জনের করোনায় আক্রান্তের প্রমাণ পেয়েছে আইইডিসিআর। যেহেতু সবুজবাগ-বাসাবো দক্ষিণগাঁওয়ের কাছাকাছি, তাই স্থানীয়রা আতংকিত হয়ে যায়। এ কারণে আমরা ভবনগুলোতে কাউকে ঢুকতে এবং বের না হতে নির্দেশ দিয়েছি।

তবে একই পরিবারের ৬ জন শনাক্তের বিষয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দেশে নতুন করে ১৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছে আরও ১ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।

Advertisement

তবে বাসাবোর শনাক্ত হওয়া ৬ জন এই ৮৮ জনের মধ্যে অন্তর্ভুক্ত কি-না এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এআর/এমএসএইচ