প্রাণঘাতী করোনাভাইরাসে তুরস্কে একদিনে ৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৭৪ জনে।
Advertisement
রোববার (৫ এপ্রিল) তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দেশটিতে মোট করোনা সংক্রমিত কোভিড-১৯ রোগে নতুন করে ৩ হাজার ১৩৫ জন আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত তুরস্কে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ হাজার ৬৯।
দেশজুড়ে করোনার প্রকোপ বাড়তে থাকায় নতুন কড়াকড়ি আরোপ করেছে স্থানীয় প্রশাসন। মুদি দোকান খোলার সময়, দোকানে ক্রেতার সংখ্যা এবং গণপরিবহনে যাত্রীর সংখ্যা নির্ধারণ করে দেয়াসহ বেশ কিছু বিষয়ে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
করোনার বিস্তার ঠেকাতে তুরস্কে এসব পদক্ষেপ নেয়া হয়েছে। ইতোমধ্যে রাজধানী আঙ্কারায় সব স্কুল, ক্যাফে, বার এবং মসজিদে একসঙ্গে নামাজ আদায় বন্ধ করে দেয়া হয়েছে।
Advertisement
চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী ১২ লাখ ৩৬ হাজার ৮৪২ জন আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ৬৭ হাজারেরও বেশি মানুষের। আড়াই লাখেরও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এমএসএইচ