‘করোনাভাইরাসের ভয়াবহ আঘাতে বিশ্ব আজ বিপর্যস্ত-অসহায়। চারদিকে কেবল লাশ আর শোকের মিছিল। এই দুর্যোগ, এই মহামারিতে আপনারাই আমাদের সুরক্ষাকবচ। ঈশ্বরের দূত হয়ে বুক পেতে দিয়ে আমাদের রক্ষা করতে আপনারা দিন-রাত খেটে চলেছেন। আমরা আপনাদেরকে আমাদের কৃতজ্ঞতাটুকুই শুধু জানাতে পারি’। এই কথাগুলো প্রশাসন, পৌরসভা, চিকিৎসক, পুলিশ ও ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানিয়ে লেখা একটি পত্রের চুম্বক অংশ।
Advertisement
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ‘আত্মীয়’ নামে স্বেচ্ছায় রক্তদানকারী একটি মানবিক সংগঠনের পক্ষ থেকে প্রশাসন, চিকিৎসক, পুলিশ ও ফায়ার সার্ভিসকে পত্রের মাধ্যমে ধন্যবাদ জানানো হয়েছে।
রোববার (৫ এপ্রিল) বিকেলে আখাউড়া উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আখাউড়া থানা পুলিশ, আখাউড়া পৌরসভা এবং আখাউড়া ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের হাতে ধন্যবাদপত্র তুলে দেয়া হয়। ধন্যবাদপত্রের সঙ্গে নিজেদের জীবন বাজি রেখে মানুষের জন্য কাজ করায় সরকারি ওই পাঁচটি প্রতিষ্ঠানকে শুভেচ্ছা উপহার হিসেবে মালটা দেয়া হয়েছে।
ধন্যবাদপত্র ও মালটা পেয়ে আত্মীয় সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্তা রাশেদুল ইসলাম, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী ও আখাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির।
Advertisement
ধন্যবাদপত্র ও শুভেচ্ছা উপহার তুলে দেয়ার সময় আখাউড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আহসান, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু ও দুলাল ঘোষ, আত্মীয়ের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী, সমন্বয়ক সুজন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
আত্মীয়ের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী জানান, সঙ্কটময় মুহূর্তে সরকারি এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা নিজেদের জীবনবাজি রেখে মানুষকে ঘরে রাখার কাজের পাশাপাশি বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছেন। তাদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ এ উদ্যোগ নেয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের পাশাপাশি বাজার পরিদর্শনের দায়িত্বে থাকা ৩৫ জনকেও ধন্যবাদপত্র এবং হাসপাতালের নয়জন চিকিৎসকের হাতে পিপিই তুলে দেয়া হয়।
আজিজুল সঞ্চয়/এএম/এমকেএইচ
Advertisement