লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিলুপ্ত বাঁশকাটা ছিটমহলে বিদ্যুৎ সংযোগ কার্যক্রম চালু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ১১২নং বাঁশকাটা বিলুপ্ত ছিটমহলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ আলা উদ্দিন এই বিদ্যুৎ সংযোগ কার্যক্রম চালু করেন।বিলুপ্ত ১১২নং বাঁশকাটা ছিটমহলের বাসিন্দা আমিনুর ইসলাম (৫০) জাগো নিউজকে জানান, আমরা ৬৮ বছর পর অবরুদ্ধ জীবন থেকে মুক্তি পেয়েছি। এই প্রথম আমরা বিদ্যুৎ সংযোগ পেলাম। এখন আমাদের ছেলে-মেয়েরা বিদ্যুতের আলোয় পড়াশুনা করতে পারবে। অল্প খরচে সেচের মাধ্যমে ধান চাষ করতে পারবো। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন রংপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাদাৎ হোসেন সরকার, লালমনিরহাটের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসনাত জামান, পাটগ্রাম অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এজেডএম সাইফুল ইসলাম মণ্ডল,পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ নূর-উন-নবী আল কামাল আযাদ, সাবেক ছিটমহল নেতা আজিজুল ইসলাম, শাহ আব্দুল হামিদ আফতাবীসহ স্থানীয় নেতৃবৃন্দ।বিদ্যুৎ কর্মকর্তারা জানান, বাঁশকাটা এলাকায় অস্থায়ী কমিউনিটি ক্লিনিক মাঠে ২৫০ কেভি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে বিলুপ্ত ছিটমহলবাসীদের জন্য বিদ্যুৎ সংযোগ কাজ শুরু করা হয়। পর্যায়ক্রমে লালমনিরহাটের ৫৯টি সাবেক ছিটমহলে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে বলে জানান।রবিউল হাসান/এমজেড/পিআর
Advertisement