করোনাভাইরাসের এই মহামারির সময়টায় সব দেশের মানুষই গৃহবন্দি। যার যার মতো করে তারা সময় কাটাচ্ছেন ঘরে। সারাদিন মাঠে ছোটাছুটি করে যাদের সময় কাটে, সেই ক্রিকেটারদের জন্য আটকে থাকা তো কঠিন ব্যাপারই।
Advertisement
তবে ফিটনেস আর মনোসংযোগ ধরে রাখতে নিজেদের কাজটা ঠিকই করে যাচ্ছেন তারা। দক্ষিণ আফ্রিকা তথা বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স তার অভ্যাসের ‘মেডিটেশন’ চালিয়ে যাওয়ার সময়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
যে ভিডিওতে দেখা যাচ্ছে, বাসার ফ্লোরে শুয়ে ছাদের দিকে বল ছুড়ছেন আর ধরছেন ডি ভিলিয়ার্স। বারবার একই কাজ করেই যাচ্ছেন। যে বিরক্তিকর ‘মেডিটেশন রুটিন’ কয়েক ঘন্টা ধরে তিনি নাকি সবসময়ই করেন।
ওই ভিডিওটি ধারণ করেছেন তার স্ত্রী ডেনিয়েল। ভিডিওটির প্রথম অংশটা দেখে মনে হবে, বিরক্তিকর এক এক্সারসাইজ করে যাচ্ছেন ডি ভিলিয়ার্স। তবে শেষের অংশটায় আছে চমক।
Advertisement
স্ত্রী ডেনিয়েল ভেবেছিলেন, মেডিটেশন অংশটা ভিডিও করে শেষ করবেন প্রোটিয়া ব্যাটসম্যানের অজান্তেই। কিন্তু হঠাৎ তাকে চমকে দিয়ে হাতের বল স্ত্রীর দিকে ছুড়ে মারেন ডি ভিলিয়ার্স, মুহূর্তেই বন্ধ হয়ে যায় ভিডিও।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডি ভিলিয়ার্স লিখেছেন, ‘বৃষ্টিস্নাত শনিবার সকালে আমি ধীরে এটা শুরু করেছিলাম। সে ভেবেছিল আমাকে না জানিয়েই পুরো মেডিটেশন রুটিনটা রেকর্ড করবে। তবে আমি তাকে চমকে দেই। পরে তার কাছ থেকে ভিডিওটাও চুরি করেছি।’
সঙ্গে যোগ করেন, ‘যাই হোক, ভিডিও ক্রেডিট ডেনিয়েলের। এবং সত্যি করে বললে ছোটবেলা থেকেই এটা আমার পছন্দের কাজ। এটা শুধু লকডাউন এক্সারসাইজ নয়। আমি এটা এমনিতেও ঘন্টার পর ঘন্টা করতে পারি।’
View this post on InstagramAdvertisement
A post shared by AB de Villiers (@abdevilliers17) on Apr 4, 2020 at 3:02am PDT
এমএমআর/এমএস