ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও অন্তত ৪২৩ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১৮ জনে। এদিকে সংক্রমণ বাড়তে থাকায় দেশটিতে করোনা পরীক্ষার কিট সঙ্কট দেখা দিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
Advertisement
রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত ইসরায়েল করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৮ জন। করোনা পরীক্ষার লক্ষ্যমাত্রা দিনে ৩০ হাজারের বেশি নির্ধারণ করা হলেও কিট সঙ্কটের কারণে তা সম্ভব হচ্ছে না।
করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৪৬ জন। গত বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়াকভ লিজম্যানের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এর পর থেকেই স্বেচ্ছা আইসোলেশনে আছেন তিনি।
এর আগে, গত ৩০ মার্চ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ একজন উপদেষ্টা করোনাভাইরাসে আক্রান্ত হন। উপদেষ্টার করোনায় আক্রান্তের খবর আসার পর দেশটির এই প্রধানমন্ত্রী কোয়ারেন্টাইনে গেছেন বলে ইসরায়েলি দৈনিক হারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছে।
Advertisement
এসআইএস/এমএস/এমএস