জাতীয়

বাসাবো লকডাউন, বাড়ির বাইরে লাল কাপড়

রাজধানী সবুজবাগ থানার বাসাবো এলাকাসহ আশপাশের কয়েকটি মহল্লায় লকডাউন ঘোষণা করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল থেকে ওই এলাকার বাড়ির গেটের বাইরে লাল কাপড় দিয়ে চিহ্নিত করে দিয়েছে সিটি করপোরেশন।

Advertisement

বাসাবো এলাকার এক বাসিন্দা জানান, দুপুর থেকে পুলিশ ও সিটি করপোরেশনের লোকজন আমাদের দারোয়ান ও বাড়ির প্রধান কর্তাদের সঙ্গে কথা বলে গেছেন। তারা বাড়ির বাইরে থেকে আসা কাউকে ভেতরে না ঢোকার নির্দেশনা দেন। এছাড়া যারা বাড়ির ভেতরে আছেন কাউকে যাতে বাইরে যেতে না দেয়া হয়, এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দক্ষিণগাঁওয়ে একই পরিবারের ছয়জনসহ সাতজন করোনা রোগী শনাক্ত হওয়ায় আমরা বাড়িগুলোতে কাউকে ঢুকতে ও বের করতে নিষেধ করেছি’।

এর আগে রোববার অনলাইনে ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘রাজধানী ঢাকার মিরপুর ও বাসাবো এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। মিরপুরে ১১ জন এবং বাসাবোতে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন’।

Advertisement

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে আরও একজন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।

এআর/এফআর/এমকেএইচ