করোনাভাইরাসসহ অন্যান্য রোগীদের চিকিৎসা পরামর্শ দিতে ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ উদ্বোধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। রোববার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পরামর্শ সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।
Advertisement
করোনাসহ অন্যান্য রোগে আক্রান্ত দেশের সব রোগীদর চিকিৎসা পরামর্শ দিতে এ সেবা চালু করা হয়েছে। রোগীরা সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ৩৩৩, ১৬২৬৩ অথবা ০৯৬১১৬৭৭৭৭৭ নম্বরে কল করে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ও ইনফরমেশন টেকনোলজি সেলের ইনচার্জ অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টরা সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছি। জাতির পিতার নামে প্রতিষ্ঠিত দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বর্তমান পরিস্থিতিতে দেশের প্রথম বিশেষজ্ঞ পরামর্শ সেবা কেন্দ্র চালুর মাধ্যমে কোটি কোটি মানুষ উপকৃত হবেন।
Advertisement
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থতিতে চিকিৎসক সমাজ পিছিয়ে যাবে না। বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধেও চিকিৎসক সমাজ এগিয়ে এসেছিলেন। করোনাভাইরাসের বিরুদ্ধে চিকিৎসক সমাজ রোগীদের সেবা দানের মাধ্যমে লড়াই চালিয়ে যাবেন।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম বলেন, করোনাভাইরাসকে পরাজিত করতে চিকিৎসকদের এখনই যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়। করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে চিকিৎসক সমাজ অবশ্যই জয়ী হবেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, করোনাভাইরাস একটি বৈশ্বিক সংকট ও সুনামি। বাংলাদেশও এটা থেকে মুক্ত নয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরামর্শ সেবা কেন্দ্র চালু হওয়ায় নানা রোগে আক্রান্ত দেশের চার কোটি রোগীসহ অন্যরাও বাসায় অবস্থান করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবা নিতে পারবেন। এর ফলে দেশের মানুষ সুস্থ থাকবে, সমগ্র বাংলাদেশ নিরাপদ থাকবে।
ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ও ইনফরমেশন টেকনোলজি সেলের ইনচার্জ অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’এর মাধ্যমে সেবাদানের সময়সীমা পরবর্তীতে রাত ১০টা পর্যন্ত বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।’
Advertisement
এদিকে বেতার ভবনের নিচ তলায় স্থাপিত ফিভার ক্লিনিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ৭২ জন রোগী রোববার সেবা গ্রহণ করেছেন। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীরা চাইলে ০১৪০৬ ৪২ ৬৪৪৩ এই নম্বরে কল করেও পরামর্শ সেবা গ্রহণ করতে পারবেন। রোববার করোনাভাইরাস ল্যাবরেটরিতে ২৪ জন রোগীর করোনাভাইরাস টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এনিয়ে মোট ৬৭ জনের পরীক্ষা করা হয়েছে।
এমইউ/এমএফ/এমএস