জাতীয়

করোনায় সহায়তার জন্য বৈশাখী ভাতা দিয়ে দিচ্ছে বিএফএসএ

করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজেদের বৈশাখী ভাতার অর্থ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএফএসএ) সদস্যরা। এই ভাতার পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।

Advertisement

এ বিষয়ে রোববার (৫ এপ্রিল) বিএফএসএ’র এক বার্তায় বলা হয়, ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারের সব উদ্যোগে সহযোগিতার পাশাপাশি যে কোনো সংকট মোকাবিলায় দেশের জনগণের সহায়তায় কাজ করতে বদ্ধপরিকর।

তারই ধারাবাহিকতায় বিএফএসএ’র সদস্যরা তাদের এ বছরের বৈশাখী ভাতার অর্থ (৩০ লাখ টাকা) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই অর্থ দেয়ার মাধ্যমে অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলকে সমৃদ্ধ করার পাশাপাশি এ বছর নববর্ষ অনাড়ম্বরপূর্ণ ও জনসমাগম ছাড়া পালনে সরকারপ্রধানের নির্দেশনার প্রতি একাত্মতা প্রকাশ করছে।

জেপি/এইচএ/এমএস

Advertisement