জাতীয়

কারাগারে করোনা ঠেকাতে বন্দিদের পাশে আইসিআরসি

সংক্রামক রোগ বিস্তার ও প্রতিরোধের ক্ষেত্রে বিশ্বব্যাপী কারাগারগুলো সবসময়ই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। ফলে আশঙ্কা রয়েছে, কারাগারে বন্দি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের ওপরও কোভিড-১৯ তথা করোনাভাইরাস বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে। বিশেষত জনবহুল কারাগারে, যেখানে স্বাস্থ্যসেবা অপর্যাপ্ত। কারাগারে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

Advertisement

এ সব বিবেচনায় রেখে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) কারা অধিদফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মিলিত হয়ে সম্ভাব্য করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশের ৬৮টি কারাগারে কাজ করছে। পাশাপাশি কারাগারে করোনাভাইরাস সংক্রমণ রোধে, সক্ষমতা বাড়াতে এবং এর নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়ন শুরু করেছে।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এ সংক্রান্ত প্রয়োজনীয় উপকরণ কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে আইসিআরসি।

করোনাভাইরাস সংক্রমণ রোধে কীভাবে আইসিআরসি জেল কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে তা জানাতে গিয়ে সংস্থাটির ডিটেনশন টিম লিডার সিমোনা চারভি বলেন, ‘আমরা আমাদের নির্দেশিকা এবং বাংলাদেশে কোভিড-১৯ নিয়ে জাতীয় প্রস্তুতি ও পরিকল্পনা মোতাবেক কারা কর্তৃপক্ষকে নানা সুপারিশ দিচ্ছি, যেন করোনাভাইরাস সংক্রমণে তারা তাদের প্রস্তুতিকে আরও উন্নত করতে পারে। পাশাপাশি সরাসরি সহযোগিতা দিচ্ছি যেন এ সংক্রমণ প্রতিরোধে একটা সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থা থাকে।’

Advertisement

কারাগারে করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রাথমিক পর্যায়ের চিকিৎসা সেবা দেয়া, সংক্রমণ নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতার কমপ্লায়েন্স নিশ্চিত এবং প্রয়োগ করতে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) গ্রহণ করা হবে। এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) স্বেচ্ছাসেবীরা কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণের কাজে যুক্ত হবে।

পরবর্তীতে নতুন প্রশিক্ষিত কর্মীরা অন্যান্য কর্মচারী, বন্দি এবং দর্শনার্থীদের কাছে তথ্যগুলো জানাবেন। আশা করা হচ্ছে, প্রতিটি কারাগার স্বতন্ত্রভাবেই কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ সম্পর্কিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হবে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা কারাগারে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে আইসিআরসি’র সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ভবিষ্যতেও কারাগারে বন্দিদের স্বাস্থ্যসেবা উন্নয়নে আইসিআরসি’র অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করি।’

উল্লেখ্য, ২০১৪ সাল থেকেই আইসিআরসি বাংলাদেশে সরকারের সঙ্গে সম্মিলিতভাবে কারাগারের বন্দিদের অবস্থার উন্নয়ন ও তাদের সেবা দেয়ার কাজ চালাচ্ছে। পাশাপাশি, বন্দিদের স্বাস্থ্যসেবাতে উন্নত প্রবেশাধিকার নিশ্চিত করতে কারাগারের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে কাজ করছে।

Advertisement

জেপি/এফআর/এমকেএইচ